সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সুখি হতে টাকা লাগে না

নিজের দৈনন্দিন চাহিদা মেটানোর মতো উপার্জনই যঠেষ্ট নিজেকে সুখী করার জন্য। আর উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্ত…..?? সে বিচার তো হয় মানবিকতার..! সে বিচার তো হয় উদারতার…!!

আপনার অনেক আছে কিন্তু আপনার ২ কোটি দামের গাড়ির কাচ ২ দিন না খেতে পাওয়া মানুষটার জন্য খোলা যায় না, দরকার নেই সেই ধরনের উচ্চবিত্ত মানুষের। অর্থ মানুষকে উচ্চবিত্তশালী করে না, করে তার মানবিকতা। আসুন আমরা সবাই মানবিক হই, আমরা সবাই মানুষ হই……!!!!

মন্তব্যসমূহ